প্রচ্ছদ উপজেলার খবর নাচোলে মহান বিজয় ও শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নাচোলে মহান বিজয় ও শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

187
0

অলিউল হক ডলার,নাচোল ঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার(দায়িত্বপ্রাপ্ত)ও সহকারী কমিশনার(ভূমি) খাদিজা খাতুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ,বিভিন্ন, সাংস্কৃতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্র্মী।
সভায় সরকারী নির্দেশনা মেনে সংক্ষিপ্ত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবসে নাচোল থানায় সমাধিস্ত শহীদদের কবরে পুস্পস্তবক অর্পণ, সংক্ষিপ্ত আলোচনাসভা ও শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা। মহান বিজয় দিবসে সূর্য উদয়ের সাথে সাথে ২১বার তোপোধ্বনি, নাচোল সরকারী কলেজের শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুস্পমাল্য দান ও শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করার সিদ্ধান্ত গৃহীত হয়। এবছর মহান বিজয় দিবসে বিভিন্ন প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় নতুন জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা প্রদান করা হয়। এবছর শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক রচনা প্রতিযোগিদের খাতা জেলাতে মূল্যায়নের জন্য পাঠানো হবে বলে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার খাদিজা খাতুন জানান।