প্রচ্ছদ উপজেলার খবর নাচোলে রবি ২০২০/২১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনা মূল্যে বীজ ও...

নাচোলে রবি ২০২০/২১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

230
0

অলিউল হক ডলার,নাচোল:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রবি ২০২০/২১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার ও কৃষি পূর্নবাসন ও প্রনোদনা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্প্রতিবার বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অদিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারন কর্মকর্তা কিশোর কল্লোল সরকারের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাব, কসবা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার আল গালিব, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী হাবিবুর রহমান প্রমূখ। আলোচনা শেষে ৩হাজার ১শ কৃষককের মাঝে বিনা মূল্যে বোরো, গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর, খেসারী, টমেটো, মরিচ,মুগ(গৃষ্মকালীন) ও রাসায়নিক সার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের প্রনোদনা কার্যক্রমের উদ্বোধন করা হয়।