প্রচ্ছদ উপজেলার খবর নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ...

নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন

223
0

 

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৭/১২/২০২০ইং তারিখে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকের সংবাদ ও রাজশাহী থেকে প্রকাতি দৈনিক রাজশাহীর সংবাদসহ  বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে “নাচোল পৌরসভায় ৫বছরে আশানুরুপ উন্নয়ন হয়নি, আবার মনোনয়ন চান মেয়র ঝালু”Ñশীর্ষক সংবাদ গুলি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদে আমার বিরুদ্ধে যা যা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, মানহানিকর ও উদ্দেশ্য প্রনোদিত। একটি কুচক্রীমহল রাজনৈতিক কারনে আমার বিরুদ্ধে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে উক্ত সংবাদটি প্রকাশ করিয়েছে। আমি উক্ত সংবাদটির তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপণ করছি। সেই সাথে আমার মেয়াদকালে প্রকৃত উন্নয়নের তথ্য প্রকাশ করার জন্য সাংবাদিকদের দৃষ্টি আকর্শন করছি। উল্লেখ্য, আমার মেয়াদকালে নাচোল পৌরসভায় প্রকৃত উন্নয়নের চিত্র তুলে ধরা হল- ২০১৬-২০১৭ইং অর্থবছরে এডিপি খাতে ১কোটি, ৩১লাখ, ৬৫হাজার ৯শ’৫২ টাকার ৩৫টি প্রকল্প, ২০১৭-২০১৮অর্থবছরে ১কোটি, ৭০লাখ, ৪শ’৪১টাকার ১৯টি উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে এবং ২০২০-২০২১ অর্থবছরে ১কোটি, ৮২লাখ, ৯ হাজার ১শ’৭৮টাকার ৫টি, উন্নয়ন প্রকল্প চলমান আছে। এদিকে নাচোল পৌরসভায় নগর উন্নয়ন খাতে ২০১৬-২০১৭ অর্থবছরে ১ কোটি ৯৪ লাখ, ৭ হাজার ৩শ’৯৪ টাকার, ২০১৭-২০১৮ অর্থবছরে ৯৭ লাখ ৮ হাজার ৫৪ টাকা, ২০১৮-২০১৯অর্থবছরে  ৪ কোটি, ২৬ লাখ, ৭৮ হাজার ৫শ’৭৩টাকা ও ২০১৯-২০২০অর্থবছরে ৪ কোটি, ৭৪ লাখ, ৬৮ হাজার ৬শ’২৭ টাকার কাজ সম্পন্ন হয়েছে। অন্যদিকে জনস্বাস্থ্য ও বিশ্বব্যাংকের সহায়তায় প্রায় ৫০ কোটি টাকার প্রকল্প চলমান রয়েছে। সেই সাথে ৩টি ডিপ টিউবওয়েল স্থাপন, ১টি পানি সেকশনের বিল্ডিং এর কাজ চলমান রয়েছে। এই প্রকল্পধীনে ২০.৪০০মিটার পানি সরবরাহের পাইপ লাইন নির্মান, ৩টি কমিউনিটি ল্যাট্রিন, পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ৩০০টি স্যানিটারী ল্যাট্রিন নির্মান ও পুরো পৌরসভায় পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার প্রকল্প চলমান রয়েছে এবং পৌর এলাকার বিভিন্ন মোড়ে ও গোরস্থানে সোলার লাইট স্থাপন করা হয়েছে। কাজেই আমার মেয়াদ কালে যে উন্নয়ন করা হয়েছে তা পূর্বের কোন মেয়র কিংবা প্রশাসকের আমলে হয়নি। জননেত্রী শেখ হাসিনা দেশের অন্যান্য উপজেলায় যে ভাবে উন্নয়নের কাজে সহযোগীতা করেছেন সেদিক থেকে নাচোল পৌরসভা কোন ভাবেই উন্নয়নের ছোয়া থেকে বঞ্চিত হয়নি। একটি কু-চক্রি মহল রাজনৈতিক প্রতিহিংসায় আমাকে সমাজে হেয় প্রতিপন্ন কারা জন্য সাংবাদিককে মিথ্যেতথ্য দিয়ে এ ধরনের সংবাদ প্রকাশ করিয়েছেন যা সম্পূন্ন মিথ্যে, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত এবং মান হানিকরও বটে আমি উক্ত  সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি সেই সাথে এ ধরনের প্রতিহিংসা মুলক সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সাংবাদ কর্মীকে আহবান জানাচ্ছি।

মোঃ আব্দুর রশিদ খাঁন ঝালু

মেয়র

নাচোল পৌরসভা

নাচোল, চাঁপাইনবাবগঞ্জ