আব্দুল খালেক :
প্লাজমা ফাউন্ডেশনের উদ্যোগে ইভেন্ট, বন্যার্তদের সহযোগিতায় গোদাগাড়ীবাসীর দেওয়া অবশিষ্ট অর্থ গোদাগাড়ী উপজেলার দুঃস্থ পরিবারের মাঝে স্বাবলম্বী করণের জন্য উপকরণ বিতরণ ও অসুস্থ ব্যক্তিদের মাঝে অর্থ সহায়তা প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
১২ অক্টোবর (শনিবার) গোদাগাড়ী উপজেলা চত্তরে স্বাবলম্বীকরণ উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আবুল হায়াত।
প্লাজমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্লাজমা ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ আশরাফুজ্জামান মাসুম, আনোয়ারুল ইসলাম দুলাল, শ্রী অনিন্দ্য কুমার ভকত, মেসবাহুল ইসলামসহ হাটপাড়া জামে মসজিদের পেশ ইমাম ও প্লাজমা ফাউন্ডেশনের ধর্ম বিষয়ক সম্পাদক মাও. মমিনুল ইসলাম মমিন প্রমুখ।
প্লাজমা ফাউন্ডেশন কর্তৃক একজন রোগিকে ২৫ হাজার টাকা, ৫০ হাজার টাকার ১০ টি ছাগল, ২১ জনের মাঝে নগদ ১ লক্ষ ৭ হাজার, ৩০ হাজার টাকা, ১ টি রিক্সাসহ মোট ২ লক্ষ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, প্লাজমা ফাউন্ডেশনটি বিভিন্ন সময় অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে অর্থ সহায়তাসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করে থাকেন।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবুল হায়াত প্লাজমা ফাউন্ডেশনের সকল কলাকৌশলীকে বিভিন্ন দিকনির্দেশনামুলক পরামর্শ দেন এবং ৩ জন প্রতিবন্ধী মানুষকে দুটি হুইল চেয়ার দেওয়ার ঘোষণা দেন। এছাড়াও তিনি পরবর্তীতে আরও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
কবিতা: