সাইফুল ইসলাম: রাজশাহী রাজশাহীর গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেলা ২০২৫ সমাপ্ত: হয়। ১ ফেব্রুয়ারী, ২০২৫ শনিবার ৫০টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের মোট ১০০ টি সাংস্কৃতিক দলের অংশগ্রহণে এবং ৮টি জনজাতির ঐতিহ্যবাহী ব্যবহার্য জিনিসপত্র (কৃষি ও শিকার যন্ত্রপাতি, গৃহস্থালি ব্যবহার্য, পোশাক, অলংকার, খাবার ও অন্যান্য) প্রদর্শনীর মাধ্যমে “রক্ষাগোলা গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি”-এর আওতায় রক্ষাগোলা সমন্বয় কমিটির আয়োজনে এবং সিসিবিভিও, রাজশাহী ও ব্রেড ফর দি ওর্য়াল্ড, জার্মানীর সহযোগিতায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের কাদমা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ২ দিনব্যাপী রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেলা ২০২৫ সমাপ্ত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি জনাব সুধীর সরেন এবং সঞ্চালনা করেন নৃতাত্তি¡ক সাংস্কৃতিক কর্মী হ্যাপি সরেন ও মানিক এক্কা। পুরষ্কার বিতরনী পর্বে অতিথি ছিলেন , সিসিবিভিও’র নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা সারওয়ার-ই-কামাল, দাতা সংস্থা ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মানী প্রতিনিধি পামেলা ম্যাটসচার, রণবীর শিং ও মাহবুবা হক কুমকুম, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর গবেষণা কর্মকর্তা ও উপ-পরিচালক (অ:দা:) বেঞ্জামিন টুডু, সিসিবিভিও সমন্বয়কারী আরিফ ইথার, রাজশাহী গোদাগাড়ী উপজেলার কাদমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম মোস্তাফিজুর রহমান ও নৃতাত্তি¡ক নেতৃবৃন্দ। পুরস্কার বিতরনী পর্বে অতিথিবৃন্দ নৃতাত্তি¡ক সংস্কৃতিক সংরক্ষণ ও পরিসৃজনে ভূমিকা রাখবার জন্য ও নৃতাত্তিক সংস্কৃতিক অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহবান করেন। পুরষ্কার বিতরন শেষে অতিথিবৃন্দ জনজাতিভিত্তিক স্টল পরিদর্শন করেন। দিনব্যাপী এ আয়োজনে ৫০টি সাংস্কৃতিক দলের ঐতিহ্যবাহী নৃত্য ও ৮টি জনজাতির ২০টি স্টল প্রর্দশন করবার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতার সমাপ্তি হয়। বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার ও মেলায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর সঙ্গীত প্রশিক্ষক জনাব মানুয়েল সরেন, নৃতাত্তি¡ক সাংস্কৃতিক কর্মী জ্যোতি বিশ্বাস ও ডেভিড বিশ্বাস, কাদমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা কল্পনা সরেন এবং নৃতাত্তি¡ক সমাজ কর্মী সুবল কিস্কু। অনুষ্ঠানে আয়োজনে সার্বিক ভূমিকা পালন করেন। রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সিসিবিভিও’র পক্ষে উপস্থিত ছিলেন উর্দ্ধতন হিসাবরক্ষক এ.এইচ.এম তারিক, উর্দ্ধতন মাঠ কর্মকর্তা নিরাবুল ইসলাম, প্রতিবেদন-ডক্যুমেন্টেশন-মূল্যায়ন কর্মকর্তা প্রদীপ মার্ডী, মনিটরিং ও আইটি কর্মকর্তা শাহাবুদ্দিন, প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরী, নারী উন্নয়ন কর্মকর্তা সবিতা রানী, মাঠ কর্মকর্তা পৌ টুডু ও সমাজ সংগঠকবৃন্দ