প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা ভিডিও বার্তা দিয়ে কথা বার্তা বলে এদেশে রাজনীতি হবে না-তারেক জিয়াকে উদ্দেশ্য...

ভিডিও বার্তা দিয়ে কথা বার্তা বলে এদেশে রাজনীতি হবে না-তারেক জিয়াকে উদ্দেশ্য করে জেপি’র প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা

95
0

এস এম সাইফুল ইসলাম কবির. সিনিয়র স্টাফ রিপোর্টার:

তারেক জিয়াকে উদ্দেশ্য করে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো: সাইদুর রহমান টেপা বলেছেন, ভিডিও বার্তা দিয়ে কথা বার্তা বলে এদেশে রাজনীতি হবে না। রাজনীতি করতে হলে দেশের আসতে হবে, রাস্তায় নামতে হবে। দেশের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে হবে।

আজ শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে স্মরণ করিয়ে দিয়ে টেপা আরো বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিলেন পাগল, কানা আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নন। তারা আবার তত্ত্বাবধায়ক সরকারের দাবী তুলেছেন, তা না হলে নির্বাচনে আসবে না। তাদেরকে পালকিতে করে কেউ নির্বাচনে আনবে না। তত্ত্বাবধায়ক সরকার একটা জাল-জালিয়াতির সরকার। আমার দলের চেয়ারম্যান পল্লীর বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা হস্তান্তরের পর তত্ত্বাবধায়ক সরকার চেয়ারে বসেই তাকে জেলে প্রেরণ করে। দলের চেয়ারম্যান পল্লীর বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ জেলখানায় বসে ৫টি আসনে নির্বাচন করে জয়ী হয়েছেন। তাই জাতীয় পার্টি তত্তবাবধায়ক সরকারের বিশ্বাস করেন না। আর জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচন করার জন্য প্রস্তুত রয়েছে। কারণ জাতীয় পার্টি নির্বাচনমুখী দল।

টেপা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আওয়ামী লীগের সম্পত্তি নয়। জাতির জনক আপামর জনগনের তথা সারা বিশ্বের সম্পত্তি। তাই এখানে যে কেউ শ্রদ্ধা জানাতে আসতে পারেন। জাতির পিতার সমাধি সবার জন্য উন্মুক্ত বলে আমরা বিশ্বাস করি।

এরআগে, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় জাতীয় পার্টির অপর প্রেসিডিয়াম সদস্য সুনিল শুভ রায়, জাতীয় পার্টির খুলনা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম মধুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।