নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে টাকা চাওয়ায় মাকে গরম পানি দিয়ে ঝলসালো এক পাষন্ড সন্তান ! ঘটনাটি ঘটেছে নাচোল উপজেলার দুলাহার গ্রামে। ভূক্তোভূগি লবীর মাস্টারের স্ত্রী নাদিরা বেগম(৫২) জানান, গত রবিবার দুপুর ২টার সময় আমার ছেলে নূর নবীর কাছে আমার ধান বিক্রি করা ১০হাজার টাকা চাইতে গেলে আমাকে আামর ছেলে নূর নবী ও ছেলের বউ আয়েশা খাতুন কথ্যভাষায় গালিগালাজ করে ও প্রানে মেরে ফেলার হুমকি দেয়। ওই সময় উত্তেজিত হয়ে পাশে থাকা গরম পানি দিয়ে আমার ছেলে আমার গায়ে ঢেলে দিলে আমার বুক ও পিঠে ঝলছে যায়। পরে আমার আত্বীয়-স্বজনও এলাকাবাসী আমাকে নাচোল হাসপাতালে ভর্তি করায়।নাচোল হাসপাতালের কর্তব্য মেডিকেল অফিসার ডাঃ কারিমাতুন্নেশা জানান, রোগী অবস্থায় জটিল হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। Post navigation পলিথিন কারখানায় অভিযানে গিয়ে হামলার শিকার পরিবেশ অধিদপ্তরের পরিচালক, শওকত আলী সাংবাদিককে হত্যার হুমকি মাদক ব্যবসায়ীর : থানায় জিডি