আব্দুল খালেক: সমাজ ও মানব কল্যাণ সংঘের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ মার্চ, শনিবার আ.ফ.জি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. ওবায়দুল্লাহ, এস.এম বাবু মিয়া, আসাদুজ্জামান মিলন, আলহাজ্ব আনারুল ইসলাম, সারওয়ার জাহান প্রমুখ।
উপস্থিত ছিলেন সংঘের সভাপতি মো. হামিদুজ্জামান ও মহাসচিব নুর আলম অহিদ।
দোয়া পরিচালনা করেন মাও. শরিফুল ইসলাম। ইফতার ও দোয়া অনুষ্ঠানে গোদাগাড়ীর সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা সংযমের মাসে সবাইকে ইসলামের প্রতি আনুগত্যশীল হওয়া ও সকল প্রকার অন্যায় থেকে বিরত থাকবে বলেন।
“সমাজ ও মানব কল্যাণ সংঘ” বহুদিন যাবত শত শত মানুষকে ইফতার করানো, ঈদ বস্ত্র, শীত বস্ত্র, অসহায়দের সাহায্য প্রদানসহ নানা সামাজিক কাজ করে থাকে।