মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ – ২(পত্নীতলা – ধামইরহাট) আসনে বিএনপির মনোনয়ন পেয়ে পত্নীতলায় নেতা কর্মীদের সংবর্ধনা পেলেন দলীয় প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি সামসুজ্জোহা খান জোহা ।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নওগাঁর পত্নীতলায় নজিপুর সরদারপাড়া মোড়ে বিএনপির দলীয় কার্যালয় জিয়া ভবনে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাকে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক রমজান আলী সরদার, নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, সাংঠনিক সম্পাদক এ জেড মিজান, বিএন পি নেতা সাদেকুল বারি, আব্দুল কাদের উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা, নজিপু পৌর মহিলা দলের সভাপতি মাহফুজা খাতুন, কৃষক দলের নেতা মাহফুজুল হক লাইফ, কামাল হোসেন শ্রমিক দলের শরিফুল ইসলাম প্রমূখ।

এ সময় সামসুজ্জোহা খান জোহা আল্লাহর শুকরিয়া আদায় করে তারেক রহমানকে কৃতজ্ঞতা জানিয়ে নেতাকর্মীদের বলেন মানুষের কাছে গিয়ে ভোট চাইতে বাড়ি বাড়ি গিয়ে মা বোন দের কাছে বুঝাতে হবে তাদের কাছে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে ।

তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে। পত্নীতলা ধামইরহাটের উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে সর্বদা কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।