প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা নাচোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনার বীজ ও সার বিতরণ

নাচোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনার বীজ ও সার বিতরণ

123
0

অলিউল হক ডলার,নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৯হাজার ৭শ’ ৪৫জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে,আজ সোমবার সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে বীজ ও রাসয়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ,সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুর নুর, উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান প্রমূখ। কৃষি কর্মকর্তা জানান, এবছর ২০২২-২০২৩ অর্থ বছের রবি/২০২২-২৩ মৌসুমে কৃষি প্রনোদনার কর্মসূচীর আওতায় গম, ভ’ট্টা,সরিষা,চিনাবাদাম,শীতকালীন পেয়াজ,মুগ মুসুর ও খেসারি ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৯হাজার৭শ’৪৫জন কৃষককে বীজ ও রাসানিক সার দেওয়া হবে। এর মধ্যে কসবা ইউনিয়নে ২হাজার ৩শ’ ৪৫জন, ফতেপুর ইউনিয়নে ১হাজর৬শ’৯০জন, নাচোল ইউনিয়নে ২হাজর১শ’১০জন, নেজামপুর ইউনিয়নে ২হাজার৩শ৭৫জন ও নাচোল পৌরসভা ১হাজর২শ২৫জন ।