জিখবর ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ীতে শরিফ উদ্দীনের মনোনয়নপত্র বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির একটি গ্রুপ।
জানা যায়, আজ শনিবার বিকেলে গোদাগাড়ী রেলগেট এলাকায় গোদাগাড়ী- তানোরের সম্ভাব্যপ্রার্থী মোহাম্মদ শরিফ উদ্দিনের নাম প্রত্যাহারের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এখানে তানোর-গোদাগাড়ীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। বিক্ষোভে গোদাগাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ তাজমিলুর রহমান শেলি,
পাকড়ী ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,
গোদাগাড়ী পৌরসভা সিনিয়র সহ সভাপতি আব্দুল ওহাব,
গোদাগাড়ী উপজেলা বিএনপি সহ-সভাপতি এনামুল হক চয়ন,
২নং মোহনপুর ইউনিয়নের যুগ্ন আহ্বায়ক ইমতিয়াজ সাকলাইন
তানোর উপজেলা যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান,
তানোর উপজেলা যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিক্ষোভে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, মেজর শরিফ উদ্দীন ৫ই আগস্ট এর আগে তাকে এলাকায় দেখা যায়নি। এক সময় বি.এন.এম এর নমিনেশনের নেওয়ার ব্যাপারে ব্যাপক গুঞ্জন উঠেছিল। তিনি গোদাগাড়ী বিএনপির বড় একটি অংশের সমর্থন পাননি। ফলে কোন অবস্থাতেই তিনি বিজয়লাভ করতে পারবেন না।
আর সেজন্যই ধানের শীষ বাঁচানো এবং এই প্রার্থীর পরিবর্তে যেকোনো প্রার্থী দিলে তাদের কোন আপত্তি নাই। মেজর জেনারেল শরিফ উদ্দীনের পরিবর্তে যে কোন প্রার্থী দিলে তারা সেই প্রার্থীর পক্ষে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


















