আব্দুল খালেক: রাজশাহীর গোদাগাড়ীতে বাউল আবুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তৌহিদী জনতার ব্যানারে আজ সোমবার বিকেল ৪টার দিকে বিক্ষোভটি গোদাগাড়ী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীন চত্তরে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন গোদাগাড়ী মডেল মসজিদের ইমাম মুফতি মাও. সীবগাতুল্লাহ, গোগ্রাম মাদরাসার মুহতামিম মাও. মুখতার হোসাইন, মাও. সাব্বির প্রমুখ।
বক্তারা বলেন, বউল শিল্পী আবুল সরকার কর্তৃক মহান আল্লাহ তায়ালাকে নিয়ে কটুক্তি ও কুরআনের আয়াতকে নিয়ে বাজে মন্তব্য করায় আমরা তার সর্বোচ্চ শাস্তির দাবি করছি। খোদা দ্রোহী নাস্তিকদের এ বাংলার মাটিতে জায়গা হবে না।