জিখবর ডেস্ক:
সেবারবাড়ী অর্গানাইজেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, শীতবস্ত্র বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ ডিসেম্বর শুক্রবার বিকেলে উপজেলা অডিটরিয়ামে বর্ষপূর্তি ও শীতবস্ত্র প্রদানে সভাপতিত্ব করেন রায়হানুল ইসলাম।
অনুষ্ঠানে অসহায় দারিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও হাফেজিয়া মাদরাসার ছাত্রদের শীতের টুপি প্রদান করা হয়।
শীতবস্ত্র পেয়ে সকলেই খুশি ও আনন্দিত বলে জানিয়েছেন উপকারভোগীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেবার বাড়ী অর্গানাইজেশনের সম্পাদক ফারুক হোসেন, শাহ সুলতান কামিল মাদরাসার শিক্ষক মাও. দুরুল হোদা, মেসবাহুল ইসলাম মাষ্টার, সমাজ ও মানব কল্যাণ সংস্থার মহাসচীব নূর আলম অহিদ, নূরানী কিন্ডারগার্টেনের পরিচালক আব্দুল খালেক, জয়নুল আবেদীন ইসলামিয়া মাদরাসার শিক্ষক ক্বারী মাও. আব্দুল মোমিন, সমাজ সেবা অফিসের মো. ইকবাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. তৌহিদুল ইসলাম।







