বি.এম রুবেল আহমেদঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২২ ডিসেম্বর সোমবার সন্ধ্যার পর ইউনিয়ন পরিষদ চত্বরে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন। এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব পিয়ার জাহান, উপজেলা সার্ভেয়ার সহ গ্রাম পুলিশ ও সুবিধাভোগীরা। এসময় ইউনিয়নের ৯ ওয়ার্ডের মোট ৩৫০ জন হতদরিদ্র, ছিন্নমূল ও শীতার্তদের হাতে একটি করে কম্বল তুলে দেন অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে শামীম হোসেন বলেন এই ভোলাহাট উপজেলায় কেউ শীতার্ত থাকবেনা। আমরা খবর পেলে শীতার্ত মানুষের পাশে আমরা দাঁড়াবো বলে জানান তিনি। এই কনকনে শীতে একটি করে কম্বল পেয়ে অনেক খুশি সুবিধাভোগীরা।













