আব্দুল খালেক:
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার পর ঢাকার জিয়া উদ্যানে স্বামী ও মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।
বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। দাফন শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা মরহুমার প্রতি সশস্ত্র সালাম প্রদান করেন।
জানাযায় প্রধান উপদেষ্ঠা ড. মোহাম্মদ ইউনুস ও অন্যান্য সকল উপদেষ্ঠাসহ বাংলাদেশের সকল শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
নামাযে জানাযার ইমামতি করেন বাইতুল মুকাররামের খতিব মুফতি আব্দুল মালেক।
গোদাগাড়ী বিএনপি পার্টি অফিসে মরহুমার গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযায় উপজেলা বিএনপির শত শত নেতা-কর্মীর উপস্থিত ছিলেন।






