রাজশাহীর গোদাগাড়ীতে অনেকেই ডিগবাজী খেলা শুরু করেছে। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগ দালালরা।
আলহামদুলিল্লাহ। সৈশাসক হাসিনার পতন হয়েছে। পালিয়েগেছে হাসিনার দোসররা।
ক্ষমতা চিরস্থায়ী হয়না। আওয়ামীলীগ বুঝতে পারেনি। তারা অন্ধকারে নিমর্জিত ছিল।
টাকার পাহাড় তৈরি করেছে লীগের চামচারা।
হাসিনর পতনে সারা দেশের সকল প্রকার মানুষ খুশি। খুনি হাসিনা দেশ ছেড়ে চলে গেছে তার নিজ জন্মস্থান ভারতে।
সেখানে ক’দিন থাকবে তার পর যাবে লন্ডনে। সেখানে সে রাজনৈতিক আশ্রয়ে থাকবে বলে জানা যায়।
তবে লীগের যারা এতদিন সাধারণ মানুষকে বাগিয়ে খেয়ে ভুড়ি মোটা বানিয়েছিল তারা আজ নেই। দেশ ছেড়ে চলে গেছে। কিন্তু যেগুলো এখনো ভিজা বিড়ালেরমত এখনো দেশে আছে তাদেরকে বিতাড়িত করে দেয়ায় ভালো নইলে যে কোন সময় ফোস করতে পারে।
জয় হোক ছাত্রদের ।