গোমস্তাপুর( চাপাই নবাবগঞ্জ) প্রতিনিধিঃ
সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঝাল মুড়ি বিক্রেতা কর্তৃক এক স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। রোববার সকালে রাধানগর ইউনিয়নের যাতাহারা বাজারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে ওই এলাকার ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সমাবেশে বক্তব্য দেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান,
রাধানগর এএনসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, কায়েমপুর আলহাজ্ব নুরজাহান দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, যাতাহারা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হেলান উদ্দিন, রাধানগর ইউনিয়নের শিক্ষার্থীদের সমন্বয়ক রমজান আলী প্রমূখ। সমাবেশে বক্তারা স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় আটক ঝাল মুড়ি বিক্রেতা দুলালের দৃষ্টান্তমূলক শাস্তি ও স্কুল চত্বরে মাদক ব্যবসা বন্ধের দাবি জানান।প্রসঙ্গত: গত বুধবার বিকেলে ওই এলাকার একটি মাদ্রাসায় প্রাইভেট পড়তে গিয়ে এক ঝালমুড়ি বিক্রেতা কর্তৃক এক স্কুল ছাত্রী( ১৩) ধর্ষণের শিকার হয়।এ ঘটনায় ওই ঝালমুড়ি বিক্রেতাকে বৃহস্পতিবার জেলহাজতে পাঠায় পুলিশ।