অমূলক তৃষ্ণা
অলিউল্লাহ
ঐ মরুর চরে একা তুমি দাড়িয়ে
ভাবিছো কি পথ ভুলে,
যেথা অমূলক তৃষ্ণা লয়ে
অন্বেষণ করিছো জল ছলে।
দেখো না কি সুদূর দিগন্তে
মরুর বুকে আকাশের উপহাস,
কৃশানু বরণ উত্তাপ ছড়ায়ে
প্রকাশ করিছে অভিলাষ।
খানিক বাদে বাহারি দুলোকে
ঝঞ্ঝা, কালো মেঘ পুলকে,
রুপসী বদন করিতে বদল
সহসাই বিজলি ঝলকে।