প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা পত্নীতলায় স¦রচিত কবিতা পাঠের আসর

পত্নীতলায় স¦রচিত কবিতা পাঠের আসর

133
0

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ):
নওগাঁর পত্নীতলা উপজেলা কবি পরিষদের দ্বিতীয় তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বরচিত কবিতা পাঠের আসর, আলোচনা সভা, আনন্দ আড্ডা, নৌকা ভ্রমণ ও পুরস্কার বিতরণী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) বেলা ১০টায় ঐতিহাসিক দিবর দিঘীর পাড়ে পত্নীতলা প্রেস ক্লাব (স্থাপিত-১৯৮৩ ইং) আয়োজনে ও পত্নীতলা উপজেলা কবি পরিষদের সৌজন্য কবি-সাহিত্যিক ও সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়। পত্নীতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও পত্নীতলা উপজেলা কবি পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ এর সঞ্চলনায় প্রেস ক্লাবের সভাপতি ইউনুছার রহমান বলেন, “দ্বিতীয় বার্ষিকীর কবিতা পাঠের আসর ঐতিহাসিক দিবর দিঘীতে অনুষ্ঠিত হলো। শুধু আয়োজকরাই নয়, আগত দর্শনার্থীরাও আমাদের কর্মসূচি আগ্রহসহকারে উপভোগে অনেকেই মুগ্ধ হয়েছেন। এমন কর্মসূচি প্রতি বছর চালু থাকবে। আগামীতে আরো বড় পরিসরে আয়োজন করা হবে।” উপজেলা কবি পরিষদের সভাপতি গুলজার রহমান বলেন, “অনিয়ম-দুর্নীতি মুক্ত দেশ ও জাতি গঠনে কবি-সাহিত্যেকদের অবদান যুগে-যুগে অবিস্বরণীয় হয়ে আছে। মাদকমুক্ত সমাজ গঠনে যুব সমাজকে নেশার ছবল হতে দূরে রাখতে সাহিত্য চর্চার বিকল্প নাই।” উপজেলা কবি পরিষদের সাংগঠনিক সম্পাদক সানাউল হোসাইন বলেন, “আমরাই পারি এ সমাজকে অপরাধমুক্ত করতে। তাই সাহিত্যে চর্চার মাধ্যমে প্রতিবাদ জানাই।” এসময় কবিতা পাঠ করেন কবি পরিষদের সদস্য সামস্-উল-আলম, সাবিনা ইয়াসমিন, আলমগীর হোসেন, আবুজার, সোলাইমান প্রমুখ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা হতে আগত সাহিত্যিক প্রেমীরা উপস্থিত ছিলেন।