প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা বাগমারায় ৫০ বছর পর আদালতের রায়ে জমি  ফিরে পেল আঃ ওহাব

বাগমারায় ৫০ বছর পর আদালতের রায়ে জমি  ফিরে পেল আঃ ওহাব

91
0
বাগমারা ( রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহী বাগমারা উপজেলার ১৩ নং গোয়ালকান্দি ইউপির ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আঃ ওহাব ৫০ বছর পর আদালতের রায়ে জমি ফিরে পেলেন।
জানা গেছে,  গোয়ালকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের আরঙ্গবাদ গ্রামের সাবেক মেম্বার আঃ ওহাব আলী প্রামানিক তাঁর বাপ – দাদার পৈত্রিক জমি- জমা নিয়ে আত্মীয়র সঙ্গে অনেক দিন থেকে বিবাদ চলছিল। তিনি তাঁর  জমি- জমা ফেরত পেতে অনেকবার  মৌখিক  ভাবে বলে কোন কাজ না হওয়ায় আদালতের আশ্রয় নেন এবং মামলা করেন।
 মামলার অনেক দিন পর মহামান্য আদালত  তার পক্ষে  রায় দেন।
  এব্যাপারে তাঁর সাথে আলাপ করলে  বক্তব্যে তিনি সাংবাদিকদের বলেন,  দীর্ঘ দিন থেকে আমার বাপ – দাদার জমি একই গ্রামের প্রভাব শালি ব্যাক্তি আঃ কাদের মন্ডল ( ভাটা কাদের)  নামে পরিচিত দীর্ঘ প্রায়  ৫০ বছর ধরে ভোগ – দখল করে আসছিল।    মামলা  রায়  পেয়ে আমি অনেক খুশি হয়েছি এবং   এলাকার গন্যমান্য ব্যাক্তির বর্গের উপস্থিতিতে আমার  জমি ফিরে পেয়েছি। শনিবার সকাল থেকে দুপর পর্যন্ত  এলাকার আমিন,আত্মীয় স্বজন এবং গন্যমান্য ব্যাক্তির উপস্থিতিতে এই জমি উদ্ধ্যার করে প্রকৃত মালিক আঃ ওহাব আলী প্রাং কে দেওয়া  হয়। এই সময প্রতিপক্ষের কাউকে সেখানে পাওয়া যায় নি।
পরে আঃ কাদের মন্ডলের  সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এই রায়ের বিরুদ্ধে আদালতে  আপিল  করেছি।