প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা রাজশাহীর বাগমারায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

রাজশাহীর বাগমারায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

165
0

আশরাফুল ইসলাম ফরাশী বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীর পিতা।

অভিযোগ সুত্রে জানা যায়, বাগমারা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী গত ৩ নভেম্বর রোজ বৃহস্পতিবার ইংরেজি পরীক্ষা দিচ্ছিলেন।এসময় প্রধান শিক্ষক নাজমুল ইসলাম এর কাছে প্রশ্ন বুঝিয়ে নিতে ডাকলে কাছে এসে স্পর্শ কাতর স্থান বক্ষে হাত দেন। ছাত্রী ভয়ে কাউকে কিছু না বলে বাসায় এসে মায়ের গলাধরে কান্না করে বিষয় টি সম্পর্কে জানান।

শিক্ষক পিতার সমতুল্য আর একজন শিক্ষকের এমন আচরন সত্যি মেনে নেবার মতো নয়। বিষয় টি সম্পর্কে জানার জন্য  ছাত্রীর মা স্কুলে গেলে প্রধান শিক্ষক উপজেলায় গিয়েছে বলে জানান অন্যান্য শিক্ষক।

আরো জানা যায়, এই সেই প্রধান শিক্ষক যে একি স্কুলের  ৮ম শ্রেণীর ছাত্রীকে বিয়ে করে ফুর্তি করেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। অভিযোগ উঠেছে  স্কুলের ছাত্রীদের নিজের মোবাইল ফোন দিয়ে ছেলেদের সাথে কথা বলার সুযোগ করে দিয়ে নিজে সুযোগ নেন। ইতোমধ্যে এগুলো বিষয় ধামাচাপা দেবার জন্য প্রধান শিক্ষক নাজমুল ইসলাম বিভিন্ন কৌশল অবলম্বন করছেন।

এবিষয়ে ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানাযায়, শিক্ষকের এমন আচারন শিক্ষা জাতিকে কলংক করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে তদন্ত সাপেক্ষে তারা যে শাস্তি দিবেন তা আমরা মেনে নিবো।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম জানান,তদন্ত চলমান দুই একদিনের মধ্যে বিষয় টি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট  হাতে পাবো।রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।ইতোমধ্যে তাকে ঘটনার পর বদলি করা হয়েছে