প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা বাগমারার তাহেরপুর পৌরসভায় ও,এম,এস এর চাল বিক্রয় শুরু

বাগমারার তাহেরপুর পৌরসভায় ও,এম,এস এর চাল বিক্রয় শুরু

137
0
বাগমারা প্রতিনিধি (আশরাফুল ইসলাম):  রাজশাহী বাগমারার ২(দুই)টি  পৌরসভায় ভবানীগন্জ এবং তাহেরপুরে গত কাল (০১-০৯-২০২২) ইং রোজ: বৃহঃবার সকাল ৯ টা থেকে ও,এম,এস এর চাল বিক্রয় শুরু হয়েছে।
গণপ্রজাতন্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রনালয়ের অধীনে এবং বাগমারা উপজেলা মাধ্যমে স্বল্প আয়ের মানুষের  খাদ্য নিরাপত্তা নিশ্চিত করন ও চালের বাজার মূল্য সহনীয় পর্যায়ে রাখার কার্যক্রম পরিচালনার জন্য সরকার এ সিদ্ধান্ত গ্রহন করেছেন । তদারকি কর্মকর্তা তাহেরপুর  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহঃ শিক্ষক মোঃ রেজাউল করিমের উপস্থিতিতে তাহেরপুর পৌরসভায় নিয়োগ প্রাপ্ত ডিলার সারোয়ার জাহান ( রতন) এর বিক্রয় স্থানঃ তাহেরপুর সরকারি  গুদাম ঘর  চত্ত্বরে ও,এম,এস এর চাল বিক্রয়ের শুভ উদ্বোধন করা হয়। এছাড়া ও,এম,এস এর চাল দেওয়া হয়েছে তাহেরপুর ডিগ্রী কলেজ গেটে ডিলার মাহাবুবুল হক, তাহেরপুর জামগ্রাম বাজারে  ডিলার রফিকুল ইসলাম প্রাং, তাহেরপুর পৌরসভার সামনে ডিলার মোঃ কালাম।
সোনার বাংলা গড়ার প্রত্যয়ে ” শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ ” এই স্লোগানকে সামনে রেখে ওয়ার্ড ভিত্তিক ৩০ টাকা কেজি মূল্যে মাথা পিছু ৫ কেজি করে চাল দেয়া হবে। আর যাদের টি, সি,বি কার্ড আছে  তারা মাসে দুই বার ৫ কেজি করে পাবে এবং চাউল গ্রহনের সময় জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।