প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মীর ইকবাল  সদস্য পদে বাগমারার জাফর মাষ্টার...

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মীর ইকবাল  সদস্য পদে বাগমারার জাফর মাষ্টার বিজয়ী

131
0
আশরাফুল ইসলাম ফরাশী , বাগমারা প্রতিনিধি: জেলা পরিষদ নির্বাচনে রাজশাহীর বাগমারায় শান্তিপূর্ন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টা হতে বিকেল ২টা পর্যন্ত উপজেলার সদর ভবানীগঞ্জ উপজেলা পরিষদে হলরুমে কেন্দ্রে একটানা ভোট গ্রহন করা হয়।
নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক। নির্বাচনে এই কেন্দ্রে সদস্য পদে নির্বাচনে পাঁচ জন প্রার্র্থী অংশ গ্রহণ করেন। টিউবেল প্রতীক নিয়ে জাফর মাষ্টার দ্বিতীয় বারে আবারো সর্বচ্চো ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুল হোসেন বাবুল হোসেন হাতি প্রতীক নিয়ে ৮০ ভোট পেয়েছেন। চেয়ারম্যান পদে বাগমারায় মীর ইকবাল পেয়েছেন ১১২ ভোট, আখতার পেয়েছেন ১২১ ভোট।
উল্লেখ্য, রাজশাহীর জেলা পরিষদ নির্বাচনে জেলার ৯টি উপজেলা কেন্দ্রে প্রাপ্ত ভোটে আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ৩৮ ভোট বেশী পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
মীর ইকবাল কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৬০১ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান আক্তার পেয়েছেন ৫৬৬ ভোট।
নয়টি উপজেলার বিভিন্ন কেন্দ্রের প্রাপ্ত ভোট অনুযায়ী জানা যায়, গোদাগাড়ী উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ভোট পেয়েছেন ৬৮ টি ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আখতারুজ্জামান আখতার পেয়েছেন ৭৪ ভোট, দুর্গাপুরে মীর ইকাবল পেয়েছেণ ৫৫ ভোট, আখতার পেয়েছেন ৫১ ভোট, পুঠিয়ায় মীর ইকবাল পেয়েছেন ৪৫ ভোট, আখতার পেয়েছেন ৪৯ ভোট, তানোরে মীর ইকবাল পেয়েছেন ৭৩ ভোট, আখতার পেয়েছেন ৪৪ ভোট, চারঘাটে মীর ইকবাল পেয়েছেন ৪৮ ভোট, আখতার পেয়েছেন ৪২ ভোট, পবায় মীর ইকবাল পেয়েছেন ৮১ ভোট, আখতার পেয়েছেন ৮৮ ভোট, বাঘায় মীর ইকবাল পেয়েছেন ৭১ ভোট, আখতার পেয়েছেন ৪৯ ভোট, মোহনপুরে মীর ইকবাল পেয়েছেন ৪৮ ভোট, আখতার পেয়েছেন ৪৫ ভোট এবং বাগমারায় মীর ইকবাল পেয়েছেন ১১২ ভোট, আখতার পেয়েছেন ১২১ ভোট।
এদিকে সংরক্ষিত মহিলা আসনের সদস্য হিসেবে দুর্গাপুরের সুলতানা পারভীন সর্বচ্চো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত রাজশাহী জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সরকারি ভাবে ভোটের ফলাফল পাওয়া যায়নি।