আব্দুল খালেক:
রাজশাহীর গোদাগাড়ীতে বলিয়াডাইং আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। জানা যায় ২০ আগষ্ট ২০২৪ মঙ্গলবার বার দুপুর ১২টার দিকে ছাত্রদের বিক্ষোভ মিছিলটি ডাইংপাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে শেষ হয়।
অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সীমাহীন দূর্নীতি, লুটপাট, অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, অতিরিক্ত ফি আদায়, দলীয় ক্ষমতার অপব্যবহার ও অভিভাবকদের সাথে অশালীন আচরণের ক্ষোভে ফেটে পড়েছে ওই বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকগণ। বলিয়াডাইং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর কবির (বাটুল) এর পদত্যাগ দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের নিকোটে স্মারকলিপি প্রদান করেন ছাত্র/ জনতা।