Home জেলার খবর নতুন বইয়ে বছর শুরু ২০২১

নতুন বইয়ে বছর শুরু ২০২১

নতুন বছরের প্রথম দিনেই সারা দেশে বই উৎসব শুরু হয়েছে। দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো ঢাকা রামপুরার বনশ্রীতে অবস্থিত ডিজিটালাইজড মডেল শিক্ষা প্রতিষ্ঠান “ইনটেলিজেন্টসিয়া স্কুল অ্যান্ড কলেজ” গত 01/01/2021 খ্রিষ্টাব্দে শুক্রবার সকাল 10:00টায় উৎসবমুখর পরিবেশে স্বাস্থ্য বিধি মেনে এবং সামাজিক দূরুত্ব বজায় রেখে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করে অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ আবু আবদুল্লাহ মু. বায়জিদ। উপাধ্যক্ষ স্যারের নির্দেশনায় বই বিতরণ কর্মসূচি ছিল উৎসব মুখর।  বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে উল্লসিত অত্র প্রতিষ্ঠানের  শতশত শিক্ষার্থী।

২০২১ সালে সারাদেশের বিদ্যালয় পড়ুয়া সোয়া চার কোটির বেশি শিক্ষার্থী নতুন বই পায়। ছরের শুরুর দিনে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যের পাঠ্যবই তুলে দেওয়ার এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে বই উৎসব দিবস

নসিটিবির সহযোগিতায় টানা ১০ বছর ধরে বিনামূল্যে পাঠ্যবই প্রদানের কার্যক্রম পরিচালনা করে আসছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

২০১০ সাল থেকে সরকার প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল, দাখিল (ভোকেশনাল) ও এসএসসি (ভোকেশনাল) স্তরে বিনামূল্যে পাঠ্যবই দিচ্ছে