প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আর নেই

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আর নেই

117
0

জিখবর ডেস্ক:

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাইদীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির কার্ডিওলোজি বিভাগের অধ্যাপক ডা. মোস্তফা জামান।

গতকাল রোববার রাত ১০টা ৪০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউতে আনা হয়েছিল সাইদীকে।

২০১০ সালের ২৯ জুন রাজধানীর শাহীনবাগের বাসা থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন সাঈদী। পরে ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, অপহরণ, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন, ধর্মান্তর করাসহ মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ প্রমাণিত হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল দুটি অভিযোগে দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরে আবেদনের প্রেক্ষিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন।
দেলাওয়ার হোসেন সাঈদী বাংলাদেশের একজন রাজনৈতিক নেতা এবং স্বনামধন্ন মুফাসসির এ ক্বুরান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী এর একজন শীর্ষ নেতা ও বর্তমানে দলটির মূল নীতিনির্ধারক (মজলিশ-এ-শুরা) সদস্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জোটবদ্ধ অবস্থায় নির্বাচনে জয়ী হয়ে তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত জাতীয় সংসদের একজন সংসদ সদস্য ছিলেন।
দেলাওয়ার হোসেন সাঈদী জন্ম পিরোজপুরে,১লা ফেব্রুয়ারী, ১৯৪০। তার বাবা ইউসুফ সাঈদী একজন সনামধন্ন আলেম ছিলেন।
দেলাওয়ার হোসেন সাঈদী রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। পরবর্তিতে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম নেতা হন এবং তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর সাথে জোট গঠন করলে তিনি জাতীয় সংসদ এর সংসদ সদস্য নির্বাচিত হন।

https://youtu.be/K44vPi0e5Fk