প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা দূর্গাপূজা: গোমস্তাপুরে পূজা অনুষ্ঠিত হবে ৩০ টি মন্ডপে

দূর্গাপূজা: গোমস্তাপুরে পূজা অনুষ্ঠিত হবে ৩০ টি মন্ডপে

116
0
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয়  উৎসব শারদীয় দূর্গাপূজায় এবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ৩০ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। শুক্রবার ষষ্ঠী পূজার মাধ্যমে এ উৎসবের সূচনা হবে। শারদীয় দূর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগ নানা পদক্ষেপ গ্রহন করেছে।  উপজেলায় ৩০ টি মন্ডপের মধ্যে রহনপুর পৌর এলাকায় ৭ টি, চৌডালা ইউনিয়নে ৬টি,  রাধানগর ইউনিয়নে ৫ টি,গোমস্তাপুর ইউনিয়নে ৪ টি,বাঙ্গাবাড়ী, রহনপুর (নন্দীপুর)ও পার্বতীপুর ইউনিয়নে ২ টি, বোয়ালিয়া ও আলিনগর ইউনিয়নে ১ টি করে  মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।  পূজার সার্বিক প্রস্তুতি প্রসঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্ডপগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা কাজ করবে। পূজামন্ডপগুলোতে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে আনসার -ভিডিপি সদস্যদের পাশাপাশি প্রতিটি
ইউনিয়নের বীট অফিসারদের নেতৃত্বে পুলিশ মোতায়েন থাকবে বলে জানান গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান। দূর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নানা পদক্ষেপ গ্রহনের বিষয় উল্লেখ করে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন জানান, ইতোমধ্যে উপজেলায় একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। পূজামন্ডপগুলো মনিটরিং করতে ১৫ জন ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে।