প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা এম.এস এক্সেল পরিচিতি-১ (ভিডিও)

এম.এস এক্সেল পরিচিতি-১ (ভিডিও)

205
0

এম.এস এক্সেল ভূমিকা, পরিচিতি.
Microsoft Excel Introduction
MS Excel Open: > Start > All Programs > Microsoft Office > Microsoft Office> Excel 2007 / 2010.

পরিচিতি: Excel শব্দের আভিধানিক অর্থ হল শ্রেষ্ঠতর হওয়া। গুণ, কৃতিত্ব প্রভৃতিতে শ্রেষ্ঠতর বা উৎকৃষ্টতর হওয়া। Excel হলো Windows ভিত্তিক একটি Application program যা Microsoft corporation কর্তৃক বাজারজাতকৃত ইহা Work-sheet analysis program. একই সাথে অনেক সমস্যার সমাধানে অন্যান্য অনেক প্রোগ্রাম থেকে শ্রেষ্ঠতর। এ প্রোগ্রামটির সাহায্যে জটিল গাণিতিক পরিগণনা, তথ্য ব্যবস্থাপনা এবং তথ্যকে আকর্ষণীয় করে উপস্থাপনায় নিখুঁতভাবে চার্ট বা গ্রাফ তৈরি করা ইত্যাদি। এছাড়াও আরও অনেক জটিল কাজকে অতি সহজে সমাধান করা যায়। ব্যাংক, বীমা, এনজিও, ব্যবসা, স্কুল, কলেজ, মাদরাসা কিংবা যে কোন প্রতিষ্ঠানের হিসাব-নিকাশ করার জন্য এ প্রোগ্রামটি খুবই জরুরী। Spread sheet. Spread অর্থ ছড়ানো এবং Sheet অর্থ পাতা Spread Sheet অর্থ ছড়ানো পাতা। খোপ খোপ ঘরের ন্যায় অনেক ঘর সম্বলিত বড় শীটকে Spread Sheet বলা হয়।
ওয়ার্কশীট (Worksheet) Row and Column : এক্সেলের ওয়ার্কশীট হল কলাম ও রো এর সমন্বয়ে গঠিত শীট।
ওয়ার্কশীটের কলামগুলো A,B,C এবং রোগুলো ১,২,৩,৪ প্রভৃতি নামে চিহ্নিত থাকে। ওয়ার্কশীটে ১৬৩৮৪টি কলাম ও ১০৪৮৫৭৬ টি রো রয়েছে। ওয়ার্কশীটে অবস্থিত কার্সরকে সেল পয়েন্টার এবং রো ও কলামের মিলিত স্থানকে সেল-এড্রেস বলে। যে স্থানে কার্সর রেখে সূত্র প্রয়োগ করা হয় সে স্থানকে Formula bar বলে।
ওয়ার্কশীটে কোন সেলে কোন সূত্র প্রয়োগ করার পর সূত্রে উত্তর যদি সেল এরিয়ার বেশি সংখ্যা হয় সেক্ষেত্রে ##### চিহ্ন আসতে পারে। একে Overflow error বলে। এক্ষেত্রে কলামকে বড় করে নিলে পূর্ণসংখ্যা দেখা যাবে।

Cell: Excel ওয়ার্কশীটটি সারি ও কলাম ভিত্তিক। সারি এবং কলামের পরস্পর ছেদে তৈরি ছোট ছোট আয়তাকার ঘরকে সেল বলা হয়।