রাজশাহীর মাজারদিয়ায় বুধবার আনুমানিক সকাল ৮.১৩ ঘটিকার সময় ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ চর মাজারদিয়া পোষ্টের একটি নিয়মিত টহলদল কর্তৃক টহল কমান্ডার হাবিলদার মোঃ সিদ্দিকুর রহমান ০৩ (তিন) জন রাজশাহী জেলার রাজপাড়া থানাধীন পশ্চিম চর মাজারদিয়া এলাকায় টহল পরিচালনা করে ৩০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ফেনসিডিলের আনুমানিক সিজার মূল্য ১২,০১০/- (বার হাজার দশ) টাকা মাত্র। উক্ত ঘটনার সাথে জড়িত ০১ জন মাদক ব্যবসায়ীসহ ০২ জনকে সনাক্ত করতে পেরেছে টহল দল। ধৃত মাদক ব্যবসায়ী ০১ (এক) জন। মোঃ রুবেল শেখ (২৫), পিতা- রুস্তম আলী। পলাতক আসামী ০২ জন। (ক) পান্নু মিয়া(৩৫), পিতা- আব্দুর রহমান (খ) মোঃ মোশাররফ হোসেন(২৫), পিতা- রশু মন্ডল। সকলের গ্রাম- চর মাজারদিয়া, ডাকঘর- রাজশাহী কোর্ট, থানা- রাজপাড়া, জেলা- রাজশাহী।
এ ব্যাপারে রাজপাড়া থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।