প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা গোদাগাড়ীতে বাড়ী ভেঙ্গে ফেলার পর নতুন বাড়ী দেয়নি নায়েব সাহেব

গোদাগাড়ীতে বাড়ী ভেঙ্গে ফেলার পর নতুন বাড়ী দেয়নি নায়েব সাহেব

123
0

জিখবর ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ীতে খাস জমির বাড়ী ভেঙ্গে ফেলার পর নতুন বাড়ী করে দেয়ার কথা থাকলেও নায়েব সাহেব দেয়নি। অভিযোগ সূত্রে জানা যায়। উপজেলার বলিয়াডাইং আগোলপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রাশিদুল ইসলাম সেলিম ৩৬১ নং মৌজায় ৯২৪ নং দাগে তার একটি বাড়ী ছিল। কিন্তু নায়েব সাহেব রাশিদুুলের ওই জায়গায় সরকারিভাবে একটি নতুন বাড়ী করে দিবে বলে তার বাড়ীটি ভেঙ্গে নিতে বলে। কথামত রাশিদুল তার বাড়ীটি নিজেই ভেঙ্গে নেয়। পরবর্তীতে উক্ত জায়গায় বাড়ী নির্মাণ করা হলেও বাড়িটি কিন্তু রাশিদুলকে না দিয়ে অন্যায়ভাবে নাজিমুদ্দীনের ছেলে ফারুক (মিঠন) তার অর্থ সম্পদ ও ভিটা মাটি থাকা সত্ত্বেও তাকে বাড়ীটি বরাদ্দ দেয়। এদিকে রাশিদুল ইসলাম তার খাসজমিতে থাকা বাড়ীটিতে যুগ যুগ ধরে বসবাস করে আসছিল। নতুন বাড়ী পাবার আশায় বুক বেঁধে থাকা রাশিদুল নায়েব সাহেবের কথায় বাড়ীটি ভেঙ্গে ফেলে এখন পথে পথে ঘুরছে। থাকছে অন্যের বাড়ীতে। প্রভাব ও প্রতিপত্তির অভাবে রাশিদুল এখন পথে বসেছে। এ ব্যাপারে ৫/৬/২৩ তারিখে গোদাগাড়ী কমিশনার (ভূমি) এর নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।