প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা গোদাগাড়ীর বিশিষ্ট আলেমে দ্বীন শায়খ মাও. শাফিকুর রহমানের ইন্তেকাল

গোদাগাড়ীর বিশিষ্ট আলেমে দ্বীন শায়খ মাও. শাফিকুর রহমানের ইন্তেকাল

300
0

আব্দুল খালেক: গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ গ্রামের শায়খ রিজাউল্লাহর ছেলে শাইখ মাও. শাফিকুর রহমান সাহেব শুক্রবার বিকেল ৪.৪৫ ঘটিকার সময় জাহানাবাদ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন এবং শনিবার সকাল ৯টার সময় জাহানাবাদ মাদরাসা ময়দানে তার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দাওরায়ে হাদীস, কামিল পাস ও মদীনা বিশ্ববিদ্যালয় থেকে পড়া শুনা করেছিলেন। কর্মজীবনে তিনি..
(১) ঢাকা যাত্রাবাড়ী মুহাম্মাদিয়া আরাবিয়া মাদরাসা,
(২) রাজশাহী রাণীবাজার ইশাআতুল ইসলাম আস সালাফিয়া মাদরাসা,
(৩) আল জামিয়াতুল মারকাজিয়া দারুল উলুম আল ইসলামিয়া ষ্টেশন, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।
(৪) মুন্ডমালা কামিল মাদরাসা, তানোর, রাজশাহী।
(৫) সর্বশেষ শাহ সুলতান (রহ) কামিল মাদরাসা, গোদাগাড়ী, রাজশাহীতে তিনি সর্বশেষ মুহাদ্দিস পদে চাকুরী করেন। তিনি দীর্ঘ দিন যাবত স্টক করে বাড়ীতেই ছিলেন।
(৬) এছাড়াও তিনি সৌদী ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশে মাবউস দায়ী হিসেবে কর্মরত ছিলেন। মরহুমের বর্নাঢ্য জীবনে হাজার হাজার ছাত্র রেখে গেছেন। তিনি হাজারো আলেমের ওসতাদ। জানাযার সময় হাজার হাজার আলেমের পদচারনায় মুখোর ছিল মাদরাসা প্রাঙ্গন। মনে হচ্ছিল যেন আলেমদের মিলন মেলা। হাজারো আলেমের হৃদয়ের স্পন্দন, অত্যন্ত মেধাবী এক আলেমের প্রস্থান ঘটলো গোদাগাড়ী থেকে। এ শূন্যতা আদৌ পূরণ হবে কি না তা বলাই বাহুল্য।

তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তাঁর সকল কর্মস্থলের প্রতিটি প্রধান শিক্ষক, গোদাগাড়ী পৌর মেয়র অয়েজ উদ্দীন বিশ্বাস, সাবেক মেয়র আমিনুল ইসলাম প্রমুখ।

 

কম্পিউটার শিখুন ঘরে বসে।