প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা গোদাগাড়ীতে বিএমডি’র রাস্তার গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা

গোদাগাড়ীতে বিএমডি’র রাস্তার গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা

193
0

গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহী গোদাগাড়ীতে বি এমডিএর রোপনকৃত সরকারি রাস্তার ধারে থেকে দিন দুপুরে সাতটি গাছ কেটে নিয়ে চলে গেছে দুর্বৃত্তরা ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে বারোটার মধ্যে এ ঘটনা। যোগীডাঙ্গা মোড় থেকে ৫০০ গজ পূর্বে করিম নামের এক ব্যক্তির বাড়ির সামনে থেকে গাছগুলো কাটা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন ১৫ সেপ্টেম্বর কাক ডাকা ভরে ১০-১২ জন লোক কুড়ালকান্তা নিয়ে এসে গাছগুলো কাটতে থাকে এসময় স্থানীয়রা জানতে চাইলে গাছ কাটার সাথে যুক্ত লোকজন স্থানীয় লোকদের জানিয়েছেন তারা বিল ধরমপুর থেকে এসে কাটছেন এর বাইরে স্থানীয়দের সাথে আর কিছু বলতে রাজি হননি ওই সব শ্রমিকেরা।

ঘটনাটি ঘটেছে দেওপাড়া ইউনিয়ন পরিষদের এক কিলোমিটার পশ্চিমে। সাতটি গাছের মধ্যে রয়েছে চারটি নিম গাছ একটি মেহগনি গাছ একটি আমের গাছ ও একটি বাবলা গাছ গাছ গুলোর আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা বলে স্থানীয়রা জানিয়েছেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের বিএম ডি এর গোদাগাড়ী ১ জোনের সহকারি প্রকৌশলী আব্দুল লতিফ জানান ওই এলাকাটি কাকনহাট জোনের ওই জোনের প্রকৌশলীকে বলে থাকতে পারে হয়তো।

এটি আমার জানা নাই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।