আব্দুল খালেক:
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার মূল্য পরিস্থিতি স্থিতিশীল এবং রমজানের পবিত্রতা বজায় রাখার লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২ মার্চ রবিবার সাড়ে ১১টার দিকে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কমিশনার ভূমি মো: শামসুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা কৃষি কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি, সম্পাদক, সাধারণ ব্যবসায়ী, ভোক্তা, সুশিল সমাজ, সাংবাদিক গণ অংশগ্রহণ করেন।
ব্যবসায়ীরা তাদের ব্যবসার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ইউএনও সাহেব সকলের উদ্যেশে সবাইকে সংযত হওয়ার আহ্বান করেন।

ব্যবসায়ীরা যেন খাদ্যে ভেজাল না দেয় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি না করে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। সেই সাথে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি পরিলক্ষিত হলে প্রতিদিন অভিযান পারিচালনা করা হবে। সে জন্য সকল ব্যবসায়ীকে লাভ কম করে মানুষের বেশি বেশি সেবা দেয়ার জন্য আহ্বান জানানো হয়।