অলিউল হক ডলার, নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোল খোরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। ২১এর প্রথম প্রহরে প্রভাত ফেরির মাধ্যমে নাচোল সরকারী কলেজ মাঠে অবস্থিত শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন স্কুলের শিক্ষক মন্ডলী ও ছাত্রীবৃন্দ। পরে সকাল সাড়ে ১০টায় স্কুলের মিলনায়তনে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক (আইসিটি) হুমায়ুন কবীর আজম, নাচোল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এর সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম তুষার, আব্দুর রউফ, নাসিম আলী, মোঃ আব্দুল্লাহ ও সাংবাদিক অলিউল হক ডলার প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।