জিখবর ডেস্ক:

জানা যায় গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল শেষে সোমবারও বিক্ষোভ কর্মসূচী পালন করার কথা বলে সাধারণ ছাত্ররা। আজ সোমবার ১১টার দিকে সাধারণ ছাত্রদের বিক্ষোভ মিছিল হওয়ার কথা আছে। সেই কারণে পুলিশ প্রতিটি দোকানের সার্টার গেট বন্ধ করে দেয়। মুহুর্মুহ বাঁশি বাজিয়ে ত্রাস সৃষ্টি করে।ডাইংপাড়া মোড়ের প্রতিটি পয়েন্টে পুলিশ সতর্কপ্রহরায় রয়েছে।
দোকান বন্ধ করে মালিক ও শ্রমিক সবাই মিলে এখন কাজ না পেয়ে বিক্ষোভে যোগ দেয়ার জন্য রাস্তায় নেমেছে।