গোমস্তাপুর( চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
 চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার একটি ফিলিং স্টেশন থেকে চালসহ ট্রাক উধাওয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে।ট্রাক মালিক সুুমন বাদী হয়ে রোববার গোমস্তাপুর থানায় মামলাটি দায়ের করেন।এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ শনিবার ২ জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো, রহনপুর পৌর এলাকার বাগদুয়ারপাড়ার আব্দুল হালিমের ছেলে শাকিল আহমেদ ও নাচোল উপজেলার খেসবা গ্রামের মুসলিমউদ্দিনের ছেলে মশিউর রহমান মামুন।
 মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল বারী জানান, শনিবার রাজশাহীর কেশরহাট পৌর এলাকার চৌদ্দমাইল সমবায় ড্রাইভার্স ফিলিং স্টেশন ট্রাকটি উদ্ধার করে ওই ট্রাকের হেলপার শাকিল আহমেদের স্বীকারোক্তি অনুযায়ী শনিবার রাতে নাচোল উপজেলার খেসবা গ্রামের মামুনের ভাংড়ির দোকান থেকে ৩৪৫ বস্তা চাউল উদ্ধার করা হয়। আটককৃতদের রোববার জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান। প্রসঙ্গত:শুক্রবার ভোরে রহনপুর পৌর এলাকার লতিফুর রহমান ফিলিং স্টেশন থেকে ১৫ টন চালসহ ট্রাকটি উধাও হয়।