প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা এ সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার স্বপ্ন  ক্যান্সার আক্রান্ত সালামের

এ সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার স্বপ্ন  ক্যান্সার আক্রান্ত সালামের

377
0
ইয়াহিয়া খান রুবেল, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ –
ছায়া ঢাকা- পাখি ডাকা বাংলাদেশের প্রাকৃতিক গ্রাম্য পরিবেশে বেড়ে উঠা সালাম এ সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার স্বপ্ন কে না দেখে ? তেমনই  একজন  মানুষ  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের  কাজিগ্রাম এলাকার সাদ মোহাম্মদের ছেলে আব্দুস সালাম। গত দুই বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে অসহনীয় যন্ত্রণা নিয়ে দিনযাপন করছেন । ২০১৮ সালে সালামের ক্যান্সার রোগ ধরা পরে। তার
অন্ডকোষে টিউমার থেকে পরবর্তীতে ক্যান্সারের রুপ নেয়। বর্তমানে অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না। ক্যান্সার আক্রান্ত আবদুস সালাম বলেন, হামি দুই বছর ধরে ক্যান্সারে ভুগছি। প্রথমে হামার অন্ডকোষে টিউমার হয়েছিল। তখন হামি গুরুত্ব দেয়নি। আস্তে আস্তে টিউমারটি বড় হয়ে যায়। এলাকার ডাক্তারদের কাছে চিকিৎসা করি। পরে তারা ঢাকায় গিয়ে ভাল ডাক্তার দেখার পরামর্শ দেয়। ঢাকায় মেয়ে চাকরী করার সুবাদে গাজীপুর পপুলার ডায়াগনষ্টিক সেন্টারে চিকিৎসা করতে গিয়ে হামার এ মরণব্যাধি ক্যান্সার ধরা পরে। বর্তমানে রাজশাহীর লাইফ লাইন সেন্টারের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. শাফায়ত হাবিব এর তত্ত্বাবধানে চিকিৎসা করছি। এখনোও হামি সুস্থ হতে পারিনি। তিনি বলেন, হামার একটা অপারেশন ও ৫ টি কেমো দেয়া হয়েছে । এখন কেমোসহ আরেকটি অপারেশন করা লাগবে কিন্তু এ অর্থ জোগাড় করা হামার পক্ষে সম্ভব হচ্ছে না। এ পর্যন্ত হামার প্রায় ২লক্ষ টাকা খরচ হয়ে গেছে। হার কাছে আর কোন টাকা পয়সা নাই। কয়েক কাঠা জমি ছিল সেগুলোও বিক্রি করে দিয়েছি। আর জমিজমা নাই যে, সেগুলো বিক্রি করে চিকিৎসা করাবো। শুধু বসতবাড়িটাই আছে। হামার একটাই ছেলে। দিনে যেটুকু রোজগার করে আনে, তা দিয়ে সংসারটা ঢিলেঢালাভাবে চলে।
এখন সে চালাতে হিমসিম খাচ্ছে। ২১ দিন পর পর হামার থেরাপি লাগবে। কয়েকবার থেরাপি দিয়েছি। এখন আর দিতে পারছিনা টাকার অভাবে। এদিকে আব্দুস সালামের স্ত্রী আজিনা বেগম বলেন, হামার স্বামী একজন কর্মঠ সবল মানুষ ছিল। ক্যান্সার হওয়ার আগে কৃষি কাজ করে সংসার ভালোভাবেই চালাতো। কিন্তু আক্রান্ত হয়ে যাওয়ায় সেতো আর কাজ কর্ম করতে পারছে না। খুব কষ্ট করে ধার
দেনা করে এতো দিন চিকিৎসা করানো হয়েছে। এখন একেবারেই নিঃস্ব হয়ে গেছে হামার পরিবার। হামার একটা ছেলে আছে, সে কাজ করে দু’বেলা  দু’মুঠো পেটে ভাত দিতে পারছে। চিকিৎসা করার মত টাকা জমাতে পারছি না। হামরা এলাকার কারো
কাছে সহায়তা পায়নি। যদি হামাদের দিকে মাননীয় প্রধানমন্ত্রী ও বিত্তবান ব্যক্তিরা একটু দৃষ্টি দিত তাহলে হয়তো হামার স্বামীটাকে চিকিৎসা করিয়ে
স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারতাম। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা ঃ
আব্দুস সালাম, সোনালী ব্যাংক লিমিটেড,  রহনপুর শাখা,চাঁপাইনবাবগঞ্জ, হিসাব নং-৪৭০৭৬০১০১১২৩৯। এছাড়া মোবাইল ব্যাংকিং নম্বর ০১৭৬০০২৩২৯৪ (বিকাশ,রকেট,নগদ)।