প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা গোমস্তাপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক

গোমস্তাপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক

358
0

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: করোনাকালীন সময়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদক সহ চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে এলাকার তরুন যুবকরা। এমনই ২০ থেকে ২৫ বছরের ৩ যুবক অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ধরা পড়েছে। শনিবার ২৪ জুলাই রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর সড়কে মুশা মার্চেন্টের চাতালের পাশে ব্রীজের গোড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন ডাকাতকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে ধরেছে স্থানীয় জনতা। আটক ডাকাতদের পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হচ্ছে, উপজেলার ছোট তেঘরিয়া গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে মোস্তাকিম (২০), পাথর পুজা গ্রামের সাবেদ আলীর ছেলে আনোয়ার (২২) ও বংপুর গ্রামের মনিরুলের ছেলে মনোয়ার (২২)। গত ৪ মাস থেকে কানসাট-গোমস্তাপুর-পোরশা-সাপাহার (কেজিপিএস) আঞ্চলিক সড়কে প্রায়শই ডাকাতির ঘটনা ঘটছে। গোমস্তাপুর উপজেলা সদর রহনপুর ও পোরশা-সাপাহার থেকে অনেকে ব্যবসা বানিজ্য করে বাড়ী ফেরার পথে ওৎ পেতে থাকা এ সকল যুবকরা মটরসাইকেল, সিএনজি, মাহিন্দ্রা ও মাইক্রোতে আসা যাত্রীদের সর্বস্ব ছিনিয়ে নিচ্ছে। এ ছাড়াও মিশন মোড় এলাকায় দীর্ঘদিন যাবৎ নেসকো লিমিটেডের সড়কের পাশে ফেলে রাখা বৈদ্যুতিক পিলার দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে ডাকাতির ঘটনা ঘটছে। এলাকাবাসী নেসকো লিমিটেডকে বারবার অনুরোধ করার পরেও পিলারগুলো অপসারনের কোন উদ্যেগ গ্রহন করছে না।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, উপ-পরিদর্শক মোতাহার ও আব্দুল্লাহ আল মামুনসহ পুলিশের সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে জনতার হাত থেকে ডাকাতদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় ডাকাতদের কাছ থেকে একটি বড় ছুরি ও ২ টি কাস্তে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।