প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা গোমস্তাপুরে মুহুর্তেই ডুবে গেল শত শত বিঘা জমির ধান

গোমস্তাপুরে মুহুর্তেই ডুবে গেল শত শত বিঘা জমির ধান

133
0

 গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উজান থেকে নেমে আসে ঢলের পানিতে পূনর্ভবা নদীর পানি উপচে পড়ে বিলাঞ্চলে প্রবেশ করায় শতশত বিঘা জমির উঠতি বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। সম্প্রতি উপজেলার রাধানগর ইউনিয়নের বিল কুজাইন ও চন্দের বিল এলাকায় এ ঘটনা ঘটেছে। গত কয়েক দিনের লাগাতর বৃষ্টিপাতের কারণে সীমান্ত নদী পূনর্ভবা নদীর পানি উপচে পড়ায় বিল দুটিতে পানি প্রবেশ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ওই এলাকা সরজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, হঠাৎ করে হাওরাঞ্চলের মত পানি প্রবেশ করায় জমিতে কেটে রাখা ধান নিমজ্জিত হতে দেখে উপস্থিত কৃষকদের হাহাকার করতে দেখা যায়। তারা জানান,এমনিতেই ধান কাটা শ্রমিকের সংকটের কারনে সময়মত ধান কাটতে না পারা। তার উপর দূর্যোগপূর্ন আবহাওয়া কারনে কাটাধান জমি থেকে সংগ্রহ করা সম্ভব হয়নি। এদিকে হঠাৎ করে ঢলের পানিতে বিলাঞ্চল সয়লাব হয়ে যাওয়ায় কৃষকরা হতাশ হয়ে পড়েছে। এদিকে তাদের দীর্ঘদিনের দাবি, কুজনঘাটে পূনর্ভবা নদীর উপর সেতু নির্মাণের কোন ব্যবস্থা না হওয়ায় তারা নিম্নাঞ্চল থেকে দ্রুত ধান সংগ্রহ করতে পারছেনা। এছাড়া, বিলাঞ্চল থেকে দ্রুত পামি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় প্রায় প্রতি বছরই এ অনাকাঙ্খিত পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। তারা নদী, বিল ও খাঁড়িগুলোতে দ্রুত ড্রেজিং ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের দাবি জানান। এদিকে, ওই এলাকা পরিদর্শনে যাওয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার উপস্থিত সাংবাদিকদের জানান, বিলের ধানগুলো নিমজ্জিত হওয়া কয়েকদিন হয়ে গেল। এ অবস্থা চলতে থাকলে ধানগুলো রক্ষা করা কঠিন হয়ে পড়বে।