প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা গোমস্তাপুরে নেতাকে চাঁদা না দেয়ায় ধর্ষনের অভিযোগ

গোমস্তাপুরে নেতাকে চাঁদা না দেয়ায় ধর্ষনের অভিযোগ

62
0
গোমস্তাপুর (চাপাইনবাবগন্জ)  প্রতিনিধি:
ছাত্রলীগ নেতাকে চাঁদা না দেয়ায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক দিনমজুরকে ধর্ষনের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।   ১১ সেপ্টেম্বর  সোমবার সকালে রহনপুর জেলা পরিষদ  ডাকবাংলো চত্বরে আয়োজিত  এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগীর স্ত্রী।  সংবাদ সম্মেলনে  লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বেগমনগর গ্রামের ভুক্তভোগী  শফিকুল ইসলাম কাটুর  স্ত্রী মোসাঃ রুবেদা খাতুন।  এ সময় উপস্থিত ছিলেন   ভুক্তভোগীর পিতা আব্দুর  রহিম।  লিখিত বক্তব্যে বলা  হয়,  গত ১৪ আগষ্ট  একই গ্রামের  আনারুল ইসলামের স্ত্রী মোসাঃ  তাসলেমা বেগম গোমস্তাপুর থানায়  তার ৯ বছরের  শিশুকন্যাকে  ধর্ষণের  অভিযোগে তার স্বামীর বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একটি  মামলা দায়ের করেন  । তিনি  দাবী করেন, সেদিন  ধর্ষণের  কোন ঘটনায় ঘটেনি। শিশুটি প্রতিবেশী হওয়ায় তার বাসায় যাতয়াত করতো।ঘটনার সময় তার স্বামী বাসায় ছিলেন না।  এটি একটি ষড়যন্ত্রমূলক সাজানো ঘটনা।  আমার স্বামী সেদিন কাজ শেষে বাড়ী এসে অসুস্থ  হয়ে পড়ে। ঔষধ খেয়ে  সে ঘুমিয়ে  পড়ে ।  তিনি আরও বলেন, ঘটনার আগে বাদীর আত্মীয়  ইউনিয়ন  ছাত্রলীগের  সাধারন সম্পাদক ইমনের নেতৃত্বে  , কয়েকজন  তার বাড়ী এসে ৪০ হাজার টাকা চাঁদা  দাবী করে। অন্যথায় থানায়  মামলা করা হবে বলে হুমকি দিয়ে চলে যায়।  এ বিষয়ে মামলার বাদী একই গ্রামের আনারুলের স্ত্রী তাসলেমা বেগমের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
 এবিষয়ে  ছাত্রলীগ নেতা  ইমনের  সাথে  মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে  কোন  কথা বলতে রাজি হননি ।
মামলার  তদন্তকারী কর্মকর্তা   উপ- পরিদর্শক আরেফিন বলেন,  মামলাটি তদন্তাধীন রয়েছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  মাহবুবুর রহমান বলেন,  অভিযোগের কারণে  মেয়েটির  ডাক্তারী পরীক্ষা  করা হয়েছে। মামলার তদন্ত চলমান।  তদন্তের মাধ্যমে  আইনগত ব্যবস্থা  নেয়া হবে।