প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা বাগেরহাটে মোংলায় বন্দরে  জাহাজের নিচে পর্যবেক্ষণে গিয়ে নিখোঁজ গ্রিজার জাবের

বাগেরহাটে মোংলায় বন্দরে  জাহাজের নিচে পর্যবেক্ষণে গিয়ে নিখোঁজ গ্রিজার জাবের

74
0
 এস এম সাইফুল ইসলাম কবির.বাগেরহাট:বাগেরহাটের মোংলায় জাহাজের নিচে পর্যবেক্ষণে গিয়ে নিখোঁজ গ্রিজার জাবের।
মোংলার পশুর নদীতে গ্যাসবাহী একটি জাহাজের নিচে সার্বিক পর্যবেক্ষণে গিয়ে গ্রিজার (জাহাজের ইঞ্জিন পরিষ্কার করেন যিনি) মো. জাবের আহমেদ নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টায় ডেলটা এলপিজি লিমিটেডের জেটিতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জাবের আহমেদ ওই জাহাজের গ্রিজার পদে ২০২২ সালের ১ জুলাই থেকে কর্মরত ছিলেন।
তিনি সিলেটের সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার মৃত তুরন মিয়ার ছেলে।
নিখোঁজের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে মোংলা কোস্টগার্ড।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির বলেন, মোংলার শিল্প এলাকায় অবস্থিত এলপিজি সংরক্ষণ ও বিপণনকারী প্রতিষ্ঠান ডেল্টা এলপিজি লিমিটেডের জেটিতে এলপিজি লোড করতে আসে প্রতিষ্ঠানের নিজস্ব জাহাজ ‘এমটি ডেলটা-১’।
ওই জাহাজটির নীচে নেমে জাহাজের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের সময় অসাবধানতাবশত নদীতে পড়ে নিখোঁজ হন গ্রিজার জাবের আহমেদ। পরবর্তিতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রাথমিকভাবে খোঁজ করা হলে তাকে না পেয়ে প্রতিষ্ঠানের পক্ষ হতে মোংলাস্থ কোস্টগার্ডের ডুবুরিদলকে খবর দেওয়া হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা আরো জানান, রাতভর তল্লাশি করে নিখোঁজের সন্ধান মেলেনি। বুধবার (২৭ সেপ্টেম্বর) আবার সকাল থেকে কোস্টগার্ডের স্পেশাল ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।