প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা সাপ্তাহিক হাট চালু, বন্ধ করার চেষ্টা প্রশাসনের

সাপ্তাহিক হাট চালু, বন্ধ করার চেষ্টা প্রশাসনের

339
0
গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
 বৃটিশ আমল থেকে চলছে আসছে  রহনপুরের ঐতিহ্যবাহী সোমবারের হাট। এ হাটে গোমস্তাপুর   উপজেলা ছাড়াও নাচোল-ভোলাহাট-পোরশা-নিয়ামতপুরসহ আশে-পাশের জেলা থেকে ব্যবসায়ী ও ক্রেতারা আসে বলেই হাটটি ঐতিহ্যবাহী হাটে পরিনত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর বড় বাজারে সপ্তাহে একদিন এ হাটটি বসে। ফলে প্রশাসন কর্তৃক লকডাউনের সিদ্ধান্তের কারণে সাপ্তাহিক এ হাট বন্ধ থাকার কথা থাকলেও তা উপেক্ষা করে সকাল ৬টা থেকে সাপ্তাহিক এ হাটটি জমজমাটভাবে শুরু হয়। বিভিন্ন ধরনের পণ্যের পাশাপাশি আসন্ন কোরবানি উপলক্ষে খাঁসি ছাগলের প্রচুর আমদানি লক্ষ্য করা গেছে। হাটে সকাল থেকেই প্রচুর ভিড় দেখা যায়। দুপুর ১২ টার পরে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করার চেষ্টা করা হয়, কিন্তু দুপুর ০১ টার কিছু পরে প্রশাসনের লোকজন হাট থেকে চলে গেলে হাটের চিত্র পূর্বের মতই ফিরে আসে। সরেজমিনে গিয়ে দেখা গেছে সোমবারের হাটে সামাজিক দূরত্বের কোন বালাই নেই, সকলের মুখে মাক্স নেই, নেই কোন স্বাস্থ্য বিধি মানার প্রবণতা। রহনপুর বাজারের বেশিরভাগই দোকান খোলা ছিল। তবে সোমবারের গরুর হাটটি বন্ধ কবা হয়েছে। এদিকে রহনপুরের জমজমাট ষ্টেশন বাজারের দোকানপাট লক ডাউনের শুরু থেকেই বন্ধ রয়েছে।