প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা গোদাগাড়ীর ৩ মাদক সম্রাট সিরাজগঞ্জে ২ কেজি ৩৩০ গ্রাম হেরোইনসহ ধৃত

গোদাগাড়ীর ৩ মাদক সম্রাট সিরাজগঞ্জে ২ কেজি ৩৩০ গ্রাম হেরোইনসহ ধৃত

593
0

অনলাইন ডেস্ক: র‌্যাব-১২ বিশেষ অভিযানে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় ২ কেজি ৬৩০ গ্রাম হেরোইনসহ মাদক সরবরাহকারী চক্রের ৩ জন শীর্ষ মাদক কারবারিকে ১ টি প্রাইভেট কারসহ গ্রেপ্তার করেছে। র‌্যাব-১২ উপ-অধিনায়কমেজর কাজী আলমগীর হোসেন এসি প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস ব্রিফিং র‌্যাব জানান, গত ২/০৭/২০২২ ইং তারিখ বিকেল ৫ টার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সদস্যরা জানতে পারে রাজশাহীর গোদাগাড়ী থেকে একটি প্রাইভেট কারে একটি বড় মাদকের চালান আসবে। সেই সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ ব্যাটালিয়নের সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সয়দাবাদ গ্রামস্থ এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় অভিযানে ২ কেজি ৬৩০ গ্রাম হেরোইনসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়াও ঐ সময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি প্রাইভেট কার (যাহার নাম্বার- ঢাকা মেট্রো-গ-১৯-২৫৭৪), ০৪ টি মোবাইল ফোন এবং নগদ- ১২,২০০/-(বার হাজার দুইশত) টাকা জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, রাশিদুল হক মনি (২২), পিতা শামসুল হুদা লুকমান, সাং- সুলতানগঞ্জ, কামরুজ্জামান রনি (২৩), পিতা কামাল উদ্দিন, সাং- ব্রাহ্মন গ্রাম, উভয় থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী,
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের হড়মা গ্রামের শফিকুল ইসলামের ছেলে শাকিল আহম্মেদ (২০)

র‌্যাব জানায় এই মাদক সরবরাহকারী চক্রটি দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

রেফারেন্স: পদ্মাটাইমস