প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা ২২ সালের বিদ্যালয় জরিপ অনলাইন জমা দিন

২২ সালের বিদ্যালয় জরিপ অনলাইন জমা দিন

269
0

২২ সালের বিদ্যালয় জরিপ, সকল শিক্ষকদের তথ্য, বিদ্যালয় এর যাবতীয় তথ্য এবং ২০২৩ সালের বই এর চাহিদা অনলাইনে জমা দিতে হবে।

সময়মত যদি অনলানে জমা দেয়া না হয় তাহলে উপজেলা শিক্ষা অফিস থেকে আপনার বিদ্যালয়টি ইনেকটিভ করে দিবে। তখন আপনি বছরের শুরুতে নতুন বই পাবেন না। আপনাকে উপজেলা শিক্ষা অফিস থেকে বই দিবে না। কারণ আপনি শিক্ষা অফিসের নিয়ম কানুন মেনে চলেননি।

তাই আপনি অবশ্যই আপনার বিদ্যালয়ের যাবতীয় তথ্য ইনফরমেশন অনলাইনে জমা দিন।

প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, এনজিওসহ সকল প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য জরুরীভিত্তিতে অনলাইন করুন।

=================

DPE – IPEMIS-এ প্রাথমিক বিদ্যালয় এর তথ্য এবং শিক্ষকদের তথ্য কিভাবে পূরণ করবেন? তা বিস্তারিত বর্ণনা দেয়া হলো। http://www.dpe.gov.bd/ next.. https://login.ipemis.dpe.gov.bd/login এখানে User name হিসাবে আপনার প্রতিষ্ঠানের মোবাইল নং দিবেন এবং উপজেলা থেকে দেয়া একটি Password এখানে দিবেন। তাহলেই আপনি আপনার ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবেন। ১. ড্যাসবোর্ডে গিয়ে প্রথমে প্রধান শিক্ষকের যাবতীয় তথ্য পূরণ করবেন। ২. তার পর সকল শিক্ষকের তথ্য সঠিকভাবে পূরণ করবেন। ৩. বিদ্যালয়ের তথ্যগুলো সঠিকভাবে পূরণ করবেন। ৪. প্রাথমিক বিদ্যালয় এবং সকল কিন্ডারগার্টেন এর তথ্য পূরণ করবেন। ৫. কিন্ডারগার্টেনের কোড হেলো 06 এর পর আপনার প্রতিষ্ঠানের EIMS কোড দিয়ে প্রতিষ্ঠান খুজতে হবে। ৭। এখানে সঠিকভাবে প্রোফাইল তৈরি করা থাকলে প্রতি বছর আর কষ্ট করতে হবে না। ৮। প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টে এর যাবতীয় তথ্য এখানে আপলোড দিন। ৯। জরিপ ফরম, বই এর চাহিদা ও উদ্বৃত্ত ফরম পূরণ করতে হবে। ১০। প্রতিটি বিদ্যালয়ের ব্যাংক হিসাব থাকতে হবে। ১১। প্রতিটি শিক্ষকের ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড দিতে হবে। ১২। প্রাথমিক বিদ্যালয় এবং সকল কিন্ডারগার্টেন এর সকল শিক্ষকের নিজ এন.আই.ডি এবং পিতা-মাতার এন.আইডি নম্বর যুক্ত করতে হবে। ১৩। একবার যে মোবাইল নম্বর বা এন.আই.ডি নম্বর যুক্ত করবেন তা অন্য কারো জন্য পূরণ করা যাবে না। ১৪। গোদাগাড়ী কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সেক্রেটারী আব্দুল খালেক এসব তথ্য আপলোড করেন। ১৫। যারা কাজ পারেন না। তারা অযথা হয়রানীর স্বীকার না হয়ে চলে আসুন এস.কে কম্পিউটার ট্রেনিং সেন্টারে। ১৬। আপনার তথ্য সুন্দরভাবে সফটওয়্যারে আপডেট দেয়া হবে ইনশাআল্লাহ। ১৭। প্রাথমিক বিদ্যালয় এবং সকল কিন্ডারগার্টেন এর এর সব তথ্য এখানে পাওয়া যাবে।

=================

ধন্যবাদ
আব্দুল খালেক
পরিচালক/ অধ্যক্ষ
নূরানী কিন্ডারগার্টেন
পরিচালক:
এস.কে কম্পিউটার ট্রেনিং সেন্টার
সম্পাদক:
জিখবর নিউজ পোর্টাল
গোদাগাড়ী, রাজশাহী।
01721031894