প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা কয়ের দাঁড়ায় জননী গ্রন্থাগারে পালিত হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম...

কয়ের দাঁড়ায় জননী গ্রন্থাগারে পালিত হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যু বার্ষিকী

224
0
হানিফ খন্দকারঃ    গত ৫ই সেপ্টেম্বর,২০২২ কয়ের দাঁড়ায় জননী গ্রন্থাগারে পালিত হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যু বার্ষিকী
গতকাল জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা ও সুবর্ণলতা সংগীত বিদ্যালয়ের যৌথ আয়োজনে বিকেল ৫.৩০ ঘটিকায় নানা কর্মসূচীর মাধ্যমে পালিত হলো  জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও গানে গানে নজরুল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা’র  প্রতিষ্ঠাতা বইবন্ধু মোঃআমিনুল হক রিন্টু। অতিথির আসন অলংকৃত করেন যথাক্রমে মোঃ আজিবার রহমান সম্পাদক  ও প্রকাশক দৈনিক রাজশাহীর আলো, মোসাঃ মাজেদা বেগম কাউন্সিলর জোন-৬, শেখ সাইদুর রহমান সাইদ প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নন্দন সাহিত্য একাডেমি, মোঃ আমজাদ হোসেন  সহকারী অধ্যাপক (বংলা)পানিয়াল আদর্শ ডিগ্রী কলেজ মান্দা নওগাঁ,জেড আই ফারুক গবেষক ও অধ্যাপক, শেখ তৈমুর আলম কবি ও নাট্যকার, মোঃহানিফ খন্দকার আহ্বায়ক সুর্বণলতা সংগীত বিদ্যালয়,মোহাঃ আব্দুর রহিম মিয়া লিটিল আহ্বায়ক জননী প্রবীণ স্বাস্থ্যসেবা কেন্দ্র, জননীর সভাপতি মোসাঃ রিজিয়া খাতুন।অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপর স্মৃতিচারণ, আলোচনা, কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট কবি এ এইচ এম শহিদুল্লাহ, বিশিষ্ট কবি আব্দুর রাজ্জাক রিপন,মোঃ মাহ্ মুদুর রহমান পুলোক, বিশিষ্ট কবি ও নাট্যকার শেখ তৈমুর আলম, আহসান হাবীব,সাবাতুম রহমান সাফিন,মুসকান জাহান মাহি, মোঃ মারেফিন হাসনাত খান, প্রেমার্য, জেড আই ফারুক প্রমূখ।  নজরুল সংগীত পরিবেশন করেন সুবর্ণলতা সংগীত বিদ্যালয়ের ছাত্র ছাত্রী বৃন্দ যথাক্রমে রিজিয়া খাতুন, মোঃ জামিল হোসেন সান্টু,জনি মুরমু মাহালি, মোঃ রবিউল ইসলাম,সাফিন,মারেফিন,সুইটি,হাবিবুর রহমান হাবিব, বুলবুল,প্রশিক্ষক আব্দুর রশিদ,অতিথি শিল্পী সুবর্ণ মহান্ত ও বৃস্টি। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন শেখ সাইদুর রহমান সাইদ।   অনুষ্ঠান সঞ্চালনায় মোঃ মারেফিন হাসনাত খান সহকারী অধ্যাপক রেসিডেন্সিয়াল কলেজ।।