প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা মিথ্যা মামলায় ৮ ব্যক্তিকে ফাঁসানোর অভিযোগ, বন্দীদের মুক্তির দাবি

মিথ্যা মামলায় ৮ ব্যক্তিকে ফাঁসানোর অভিযোগ, বন্দীদের মুক্তির দাবি

101
0

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় পূর্ব শত্রুতার জেরে একটি ডেইরি ফার্ম হতে গরুসহ অন্যান্য মালামাল চুরির অপবাদ দিয়ে জেলা আদালতে অভিযোগ দায়ের পূর্বক কয়েকটি পরিবারের মোট ৮ ব্যক্তিকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। বর্তমানে আট আসামীর মধ্যে সাত ব্যক্তি নওগাঁ জেলা কারাগারে বন্দী রয়েছেন। শনিবার (১৮ মার্চ) দুপুরে এ বিষয়ে ভুক্তভোগী পরিবারদের পক্ষে ইউসুফ আলী (৬৫) পত্নীতলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ওই মিথ্যা মামলা হতে রক্ষা পেতে সরকার ও প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
মামলার নথি ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে উপজেলার পত্নীতলা বাজার এলাকার বাসিন্দা রেজাউল ইসলামের ছেলে রাহুল হোসেন (৩৮) বাদী হয়ে নওগাঁ মোকাম বিজ্ঞ ০৪ নং আমলী আদালতে গত ১৯ জানুয়ারি ওই মামলা করেন। আসামীরা হলেন- ফিরোজ (৪৩), আঃ রশিদ (৩৮), মিলন হোসেন (৩৫), রস্তম (৪২), আনিছুর রহমান জনি (৩৫), জাকির হোসেন (৩৮), মাহাবুর (৪২) ও রফিকুল ইসলাম (৪১)। পরবর্তিতে আসামীরা সকলেই প্রথম পর্যায়ে আদালতে জামিন পান। এর পর প্রথম পর্যায়ের জামিনের মেয়াদ শেষ হলে গত ১২ মার্চ আসামীদের পক্ষে আইনজীবী দ্বিতীয় বার জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে সাত জন আসামীকে কারাগারে প্রেরণ করেন। উল্লেখ্য, ৮ আসামীর মধ্যে মাহাবুর (৪২) বর্তমানে পলাতক রয়েছেন।
সরেজমিন গিয়ে মামলার নথির অভিযুক্ত উল্লেখিত স্থানে কোন ডেইরি ফার্ম ও ৭টি গরু ছিলো না বলে স্থানীয়রা জানায়। এছাড়াও পূর্ব শত্রুতার জেরে মিথ্যা মামলায় অভিযুক্তদের ফাঁসানোর তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করেন। সেই সাথে ভুক্তভোগী পরিবারের সদস্যরা মিথ্যা মামলা প্রত্যাহার ও বন্দীদের দ্রুত মুক্তি কামনাসহ প্রকৃত ঘটনার তদন্ত সাপেক্ষে বাদীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী রাহুল হোসেন (৩৮) বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই ন্যায় বিচার প্রাপ্তির প্রত্যাশায় থানা মামলা আমলে না নিলে পরে আদালতে মামলা করেছি। তদন্ত ও সাক্ষী শেষে আদালতের রায় হলেই প্রমাণ হবে আমি নাকি বিবাদীগণ সত্য। তবে পূর্ব শত্রুতার জেরে মামলা করেছেন? এ বিষয়টি জানতে চাইলে- তিনি এড়িয়ে যান।’