প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা তানোরে ৬ জনকে জরিমানা; মুন্ডুমালায় খাদ্যসামগ্রী বিতরণ

তানোরে ৬ জনকে জরিমানা; মুন্ডুমালায় খাদ্যসামগ্রী বিতরণ

849
0
সাইদ সাজু, তানোর থেকে: আজ শনিবার বেলা ১১ টার দিকে সরকার ঘোষিত লকডাউনের তৃতীয় দিনে মুন্ডুমালা হাটে হতদরিদ্র মানুষ ও খুচরা দোকানদার ও ভিক্ষুকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরূপ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর সহকারী কমিশনার (ভূমি) স্বীকৃতি প্রামানিক, মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান প্রমুখ।
এসময় বিভিন্ন শ্রেনী পেশার দরিদ্র শ্রেনীর কর্মহীন জনগোষ্ঠীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন তানোর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)’র নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় স্বাস্থ্যবিধি না মানায় ৬ টি মামলায় ০৬ জনকে ৩হাজার ১শ’ টাকা জরিমানা করা হয়।
থানা মোড় গোল্লাপাড়া বাজারসহ বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে হাট বাজারের দোকানপাট বন্ধ দেখা গেছে। তবে, গনপরিবহন বন্ধ থাকলেও অটো ও অটো ভ্যান অল্প সংখ্যক মানুষকে চলাচল করতে দেখা গেছে।
তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ বলেন, কঠোর লকডাউনের ৩য় দিনে কর্মহীন ও ভিক্ষকসহ দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি বলেন, সনকারী বিধি নিষেধ না মানায ৬ জনকে জরিমানা করা হয়েছে।