প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা তানোরে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্পের উদ্যোগে প্রশিক্ষন অনুষ্ঠিত 

তানোরে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্পের উদ্যোগে প্রশিক্ষন অনুষ্ঠিত 

427
0
সাইদ সাজু তানোর থেকে ঃ রাজশাহীর তানোরে বাংলাদেশে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্পের উদ্যোগে স্থানীয় সরকার প্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তা ও কমিউনিটি লিডারদের তথ্য অধিকার আইন ও প্রয়োগ বিষয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সরনজাই ইউনিয়ন পরিষদ হলরুমে বে-সরকারী উন্নয়ন সংস্থা এসিডির আয়োজনে ও দ্যা কার্টার সেন্টারের সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষনে প্রশিক্ষক ছিলেন প্রকল্প সমন্নয়কারী মোস্তফা কামাল। সহকারী প্রশিক্ষক ছিলেন প্রোগ্রাম অফিসার শাহানা শারমিন ও কৃষ্ণা রানী বিশ্বাষ।
প্রশিক্ষনে অংশ গ্রহন করেন সরনজাই ইউপির চেয়ারম্যান আব্দুল মালেক, সরনজাই ইউপির সচিব মোস্তাক আহম্মেদ, তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু, তানোর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান ১ নং সহ-সভাপতি আশরাফুল ইসলাম রন্জু, সরকার পাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি কাজরী আক্তার, সরনজাই ইউপির তথ্য উদ্যোক্তা মামুনুর রশিদ মামুনসহ ইউপি সদস্য ও নারী সদস্যা ও বিভিন্ন সংগঠনের লিডারগন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বে-সরকারী উন্নয়ন সংস্থা এসিডি তথ্য অধিকার আইন বিষয়ক নারীদের সচেতন করতে কাজ করছে।
উল্লেখ্য, তথ্য বলতে কোন কতৃপক্ষের গঠন, কাঠামো ও দাপ্তরিক কর্মকান্ড  স্মারক সংক্রান্ত, বই, নকশা, মানচিত্র, চুক্তি, লগ বই, আদেশ, বিজ্ঞপ্তি দলিল, নমুনা, পত্র, প্রতিবেদন, হিসাব বিবরণ, প্রকল্প প্রস্তাব, আলোকচিত্র, কবিও, অংকিতচিত্র, ফিল্ম ইলেকট্রনিক প্রক্রিয়ায় প্রস্তুতকৃত স্টেটমেন্ট ইনস্টেমেন্ট পেপার যোগ্য যান্ত্রিকভাবে পাঠযোগ্য দলিল এবং ভৌত গঠন ও বৈশিষ্ট্য অন্য যে কোনো তথ্যবহ বস্তু বা প্রতিলিপি এর অন্তর্ভুক্ত হবে।