Home আনক্যাটাগরি রাজশাহী চাঁপা...

রাজশাহী চাঁপাইনবাব মহাসড়কে নাইট কোচের ধাক্কায় এক শিশু নিহত

159

সাইফুল ইসলাম, রাজাবাড়ী, গোদাগাড়ী প্রতিনিধি :

রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে নাইট কোচের ধাক্কাই মোটরসাইকেল দুর্ঘটনায় সোহান (১৩) নামের এক শিশু নিহত হয়েছে। এদুঘটনায় ওই শিশুর বাবা দবির উদদীন পুলিশ কনসটেবল ( ৪০) মারাত্মক জখম হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভতি হয়েছে। নিহত ও আহতদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাবুপুর গ্রামে। ঘটনাটি ঘটে ২৫জুন মঙ্গলবার বেলা ১১’৪৫ টায় রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের লালা দিঘী এলাকায়। আহত পুলিশ কনস্টেবল দবির উদ্দিন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় কর্মরত। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ২৫/৬/২০২৪/ রোজ মঙ্গলবার নিহতও আহতরা নিজ বাড়ি শিবগঞ্জ উপজেলা হতে রাজশাহী যাচ্ছিলেন। পথে মধ্যে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের লালাদিঘী নামক স্থানে পৌঁছালে চাপাই থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একতা এন্টারপ্রাইজ( নাইট কোচ) পিছন থেকে মোটর সাইকেলে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘাতক নাইট দ্রুত গতিতে পালিয়ে যায়।খবর পেয়ে গোদাগাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশু সোহন এর লাশ উদ্ধার করে তার পরিবারের জিম্মায় দিয়েছে বলে জানান গোদাগাড়ী থানার এসআই কুদ্দুস। তিনি আরো জানান আহত পুলিশ কনস্টেবল দবির উদ্দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। উল্লেখ্য যে ২৫/৫/২০২৪/ দিবাগত রাতে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ী হাটে মাবিয়া নামের এক গৃহবধূ নাইট কোচের ধাক্কায় নিহত হয়েছে।