গোমস্তাপুর( চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে প্রীতম (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার সকালে  রহনপুর পৌর এলাকার রহমতপাড়ায় তার বাবার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে ওই এলাকার দিপক দাসের ছেলে।রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আব্দুল বারী জানান, শুক্রবার সন্ধ্যায় সে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে। শনিবার ভোরে পরিবারের লোকজন তাকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পুলিশ খবর পেয়ে শনিবার সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।তিনি আরও জানান,এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।শুক্রবার পারিবারিক বিষয় নিয়ে তার মার সাথে তার  ঝগড়া হয় বলে প্রতিবেশীরা জানান। এ ঘটনায় সে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।